× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ফরিদার!

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদা আক্তার (২২) নামের এক শিক্ষার্থী। ডিগ্রি ফাইনাল বর্ষের প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত ফরিদা বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফরিদা। ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যান দেখে তিনি ভাইকে মোটরসাইকেল সাইডে থামানোর অনুরোধ করেন। এ সময় ভ্যানটি একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঠিক তখন ভ্যানটির পেছনের অংশ ধাক্কা লেগে ফরিদার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সিলেট যাওয়ার পথে ফরিদা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপ-অধ্যক্ষ ফরহাদ আহমেদ বলেন, “ফরিদা আমাদের কলেজের নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করেন।”

ফরিদার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.