× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটালীপাড়ায় দখলমুক্ত হয়নি কুশলা-রাধাগঞ্জ খাল

গোপালগঞ্জ প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ সরকারি খাল জনস্বার্থে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ দখল মুক্ত করার পরেও কতিপয় দখলদাররা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জোরপূর্বক অবৈধ স্থাপনা নির্মাণ করে সেই খালের মধ্যে মাছ চাষ করছেন। 

সরেজমিনে এলাকায় গিয়ে দেখেন জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারি খাল পুনরায় অবৈধ দখলে নিয়েছেন কালাচাঁদ কারিকর ওরফে ফকির (৬০)। সে কুশলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিরামকান্দি গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের মৃত ওমেদ আলী ফকিরের ছেলে। সে ২০ শতাংশ জমি নিজস্ব বলে দাবি করেন কিন্তু তারমধ্যে সরকারি খাল রয়েছে। সেই খাল তিনি নিজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বালু ভরাট করে পুনরায় খাল তার দখলে নিয়ে নিয়েছেন। 

প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সেই খালের মধ্যে ৮টি বাঁধ ও কিছু বসতি রয়েছে। উক্ত সরকারি খালে বাঁধ দেওয়ায় প্রান্তিক কৃষক সহ সাধারণ জনগণ চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

গত বছর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালের ৮টি বাঁধ কেঁটে দিয়ে দীর্ঘ প্রায় এক কিলোমিটার খাল অবৈধ দখলমুক্ত করেন উপজেলা প্রশাসন। এ সময় খালের উপরে গড়ে ওঠা ৪টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জনস্বার্থে কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় বিশেষ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের দেবর-ভাবী মার্কেট, খান মার্কেটসহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো। দীর্ঘদিন পরে উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হয়। খাল দখলমুক্ত হওয়ায় আমরা স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ ইরি-বোরো ধান আবাদ ও গবাদি পশু পালনে উপকৃত হবো বলে আশা করেছিলাম। কিন্তু তা আর হয়ে ওঠেনি। কতিপয় সেই প্রভাবশালীরা পুনরায় সরকারি সেই খালগুলো দখল করে নিয়েছেন। আমরা কিছুই বুঝতে পারলাম না, প্রশাসন সরকারি খালের বাঁধ কেটে দিয়ে যাওয়ার পরেও আবার কিভাবে তা পুনায় অবৈধ দখলে চলে যায়। 

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক ও গ্রামবাসীরা বলেন, আমরা আপনাদের মাধ্যমে গোপালগঞ্জ জেলা প্রশাসক স্যার সহ কোটালীপাড়া ইউএনও স্যারের নিকট জনস্বার্থে দ্রুত ওই খাল অবমুক্ত করা সহ অবৈধ দখলদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে কুশলা-রাধাগঞ্জ খালের এক  কিলোমিটার খাল অবৈধ দখলমুক্ত করা হবে। আমরা পর্যায়ক্রমে উপজেলার সকল খাল দখলমুক্ত করবো। সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.