রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কলেজ মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ আনাচ বাবু নামের একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে মোট ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো.আনাচ বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা মামলায় থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ-সার্কেল মিঠাপুকুর রংপুরের এস এম এলতাস উদ্দিন পরিদর্শক বলেন,তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এমন খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেট ৭৩ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানিয়েছে,মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।