× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২ পিএম

রাজধানীর মিরপুরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস।

১৫ সেপ্টেম্বর ২০২৫, ক্যাম্পাসে নতুনদের আগমন উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ পরিচিতি সভার। বিভিন্ন ধর্মগ্রš’ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় পরিচিতি সভার কার্যক্রম। কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম, মোস্তাকিয়া মাহমুদা পারভীন এবং সহকারী অধ্যাপক আবদুল হাই মজুমদার।

নতুনদের আগমনে মুখরিত ক্যাম্পাসে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। সভার শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। নতুনদের স্বাগত জানিয়ে পরিবেশিত হয় বরণ সংগীত। পরিচিতি পর্বে কলেজের ইতিহাস, প্রতিষ্ঠাতা, সেক্টর, অধ্যক্ষ এবং শিক্ষকÑশিক্ষিকাগণ সম্পর্কে বলা হয় প্রক্ষেপণের মাধ্যমে। বাংলা ও ইংরেজি ভাষায় পরিচিতি পর্বের ধারাবর্ণনায় ছিলেন সহকারী অধ্যাপক ড. নীলাঞ্জনা সরকার এবং সিনিয়র প্রভাষক রোমেনা সামাদ। আনন্দমুখর পরিচিতি সভার সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক তাহমিনা।

প্রধান অতিথির ভাষণে কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আবদুল কালামের উদ্ধৃতি উল্লেখ করে শিক্ষার্থীদেরকে বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে নয় বরং জেগে জেগে স্বপ্ন দেখে সত্যিকার জ্ঞানার্জনের মাধ্যমে তোমাদের সফল জীবন গঠনে ব্রতী হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, জ্ঞানার্জনের তাগিদে তোমরা নিয়মিত কলেজে এসে শিক্ষকদের কাছ থেকে পাঠগ্রহণ করে নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে।

সবেমাত্র কলেজ জীবন শুরু করা নতুনদের উদ্দেশ্যে ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো আরও বলেন, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে পাঠগ্রহণ কালে কোনরূপ সমস্যার সম্মুখীন হলে তোমরা সরাসরি আমার সাথে দেখা করবে। তোমাদের জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.