চাঁদপুরে কবরস্থানে নবজাতককে রেখে যাওয়া সেই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৮ টায় শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফারুক গাজী। সে এ হাসপাতালে দীর্ঘদিন যাবত ওয়ার্ড বয় হিসেবে কাজ করে। ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকার গাজী বাড়ির মুকবুল গাজীর ছেলে।
হাসপাতালের ওয়ার্ড বয়ের কাজ করা ফারুক গাজী জানান, হাসপাতালের মালিক (পরিচালক) ইমাম হোসেন তাকে ৫’শ টাকা দিয়ে বলেন, চাঁদপুর পৌর কবরস্থানে গিয়ে নবজাতক’কে দিয়ে আসতে।
এদিকে আসামী ফারুক গাজীকে আটকের পর সে প্রাথমিকভাবে হাসপাতালের দায়িত্বে থাকা ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম বলেন। পরে হাসপাতালে চাঁদপুর ডিবি পুলিশ গিয়ে তদন্তকালীন সময় ঘটনার সাথে জড়িত বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধারাবাহিক অভিযানে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে সনাক্ত করা হয় এবং ইউনাইটেড হসপিটাল থেকে তাকে আটক করা হয়। এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে মৃত বলে, কবর খোদককে মাটি দিতে বলে চলে যায়।
পরে, কবর খোদক শাহজাহান শিশুটিকে কবরস্থ করার প্রস্তুতির সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়া চড়া করছে এবং শিশুটি জীবিত আছে।এরপর ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা দ্রুত সেখানে ছুটে যান এবং তারা শিশুটিকে স্থানীয় ফেমাস হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করান।পরে আট ঘন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় শিশুটির মৃত্যুর হয়।পরে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় রাত আড়াইটায় শিশুটিকে দাফন করা হয় ।