× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগ করবেন তিনি

ইমরান হোসেন, কিশোরগঞ্জ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০ পিএম

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী হতে পারলে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করবেন খালেদ সাইফুল্লাহ  সোহেল। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় শহরের পুরাতন স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,  আগামী ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তাহলে দলের ১৫ ধারায় বিশেষ বিধান অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, কাউন্সিলে পদ প্রত্যাশি সকল নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে দলের গঠনতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি কে মডেল হিসাবে সারা বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.