× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎ঝালকাঠিতে ‎স্কুলে গাছের চারা বিতরন

ঝালকাঠি প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠিতে গাছ উপহার দেওয়ার ইভেন্ট ‘ক্যাপ্টেন প্লানেট’ কর্মসূচিতে শতাধিক গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ঝালকাঠি শহরের কালেক্টরেট স্কুলের ক্যাম্পাসে পরিবেশ রক্ষা ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে এই গাছের চারাগুলো বিতরণ ও রোপন করা হয়।

‎এ সময়ে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুলের সভাপতি আশরাফুর রহমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) শাকিলা রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি বসু, এবং অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ।

ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল হক মনু বলেন, যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। এক সময় এ গ্রামে প্রচুর গাছ ছিল। এখন ফলদ গাছের বড় অভাব। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমি প্রায় প্রতি বছরই গাছের চাড়া বিতরন করি এবং এটা অব্যাহত থাকবে।

‎জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, গাছ শুধু পরিবেশ নয়, মানবজীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.