রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) সিনেট ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার সহ ৬ দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অন্যদিকে বিভিন্ন প্যানেল ও সতন্ত্র প্রর্থীদের প্রচারণায় সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় রাকসু প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে স্মারকলিপির মাধ্যমে এই দাবি জানায় ছাত্রদল নেতা কর্মীরা। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি, আমচত্বরসহ বিভিন্ন স্থানে চলছে পুরোদমে নির্বাচনি প্রচারণা।
দাবিগুলো হলো- ১. ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বছতা বজায় রক্ষার্থে অবশ্যই ‘স্বচ্ছ ব্যালট বাক্স’ ব্যবহার নিশ্চিত করতে হবে। ২. ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক’ ছবি যুক্ত ভোটার’ তালিকা প্রদান করতে হবে। ৩. ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধ করতে হলে অবশ্যই ‘ম্যানুয়াল পদ্ধতি’ এর মাধ্যমে ভোট গণনা করতে হবে। ৪. ভোট চলাকালীন সময়ে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড/পাশধারী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে ভোটকেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি ভোটার লাইন ব্যতীত এলোমেলো ভাবে কোন বৈধ ভোটার/ভোটারগণ একত্রিত হয়ে যেন জটলা সৃষ্টি না করে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে। ৫. লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে, নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৬. সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করতে হবে।
স্মারকলিপি প্রদানের পর সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, এ দাবি শুধু ছাত্রদলের না আমরা সকল প্যানেল, সকল প্রার্থীদের সাথে কথা বলে দাবিগুলো জানিয়েছি। নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে তারা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করবে। আর ম্যানুয়ালি ভোট গনণার যে বিষয়টা সেটা সময়সাপেক্ষ বিষয় হলেও জনবল বেশি হলে তা করা সম্ভব হবে। আমরা আশা রাখছি সুষ্ঠু এবং গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদল যে দাবি জানিয়েছে তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। ১টি দাবি ব্যতিত বাকি দাবিগুলো নির্বাচন কমিশন অ্যাড্রেস করবে। ১টি দাবি যেটা তারা করেছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট কাউন্ট করা সেটা আসলে অনেক দূরহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আর বাকি যে দাবিগুলো তারা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশন অত্যান্ত আন্তরিক এই দাবিগুলো অ্যাড্রেস করতে।
তিনি আরও বলেন, আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বাকি দাবিগুলো নিয়েও আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি সুষ্ঠু এবং গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
অপরদিকে রাকসু নির্বাচনকে ঘিরে সরগরম প্রচারণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় দেখা যাচ্ছে ভিন্নধর্মী কৌশল। প্রচলিত মাইকিং বা ব্যানার ঝোলানোর পরিবর্তে প্রার্থীরা লিফলেট বিতরণ ও ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। কেউ দলিলের মতো পোস্টার, কেউবা টাকার আদলে লিফলেট তৈরি করেছেন। এমনকি কেউ কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রতিদিন সকাল-বিকাল প্রার্থীরা লিফলেট পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও হলভিত্তিক ভিডিও প্রদর্শনের মাধ্যমে নিজেদের কর্মসূচি, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। ফলে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী নির্বাচনী আমেজ।
ইসলামি ছাত্রশিবিরের মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার। এ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক পরিবেশ প্রতিষ্ঠা করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সমস্যার সমাধান ও তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য রাকসু হতে পারে সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম।
তিনি আরো বলেন,আমরা প্রতিটি হলে শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করছি, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশাগুলো মনোযোগ সহকারে শুনছি। একই সঙ্গে লিফলেট, ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আমাদের ভাবনা ও কর্মসূচি পৌঁছে দিচ্ছি সবার কাছে।
অন্যদিকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন,রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে হারানো প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে ঘনিষ্ঠভাবে পৌঁছাতে এবং তাদের প্রত্যাশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে। তিনি আরো বলেন,ছোটবেলায় ঈদের সময় যেমন আনন্দ ও উচ্ছ্বাস আমাদের মনে কাজ করতো, এখন রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও ঠিক তেমনই একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
লিফলেট বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কর্মসূচি ও ভিশন তুলে ধরছি। আগামী নির্বাচনে শিক্ষার্থীরা যেন নিজের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সে লক্ষ্যে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি আরো বলেন, নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তার জন্য দুই হাজার পুলিশ নিযুক্ত করা হবে এবং ভোট গননার সমস্ত প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh