রামপালে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মুকাবিলা ও প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভার সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।
এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
স্বাগত বক্তব্য দেন, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর ম্যানেজান বাসুদেব নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
ব্রাক স্বাস্থ্য ঝুঁকি কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রতিরোধমূলক বিভিন্ন বিষয়ে তথ্যসহ ওরিয়েন্টেশন প্রেজেন্টেশন করেন ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পে অফিসার তন্ময় সাহা। ওরিয়েন্টশন সভায় জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা ও স্বাস্থ্য সুরক্ষায় করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।