ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামা আফসার শেখকে (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে ভাগ্নেদের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আফসার শেখ ওই এলাকার এমদাদুল শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সূচনা ঘটে গত রোববার। ওইদিন দুপুরে আফসার শেখের নাতি সুমন শেখ পাশের একটি বিলে গোসল করতে গেলে প্রতিবেশী নজরুল কাজীর ছেলে আবিরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এরপর আবিরের পরিবারের লোকজন আরও দুই দফায় সুমনকে মারধর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার রাতে আফসার শেখ তার নাতিকে মারধর করার বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত ভাগ্নে নজরুল কাজী ও তার স্বজনরা তাকে রাস্তায় ডেকে নিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সেতু আক্তার বলেন, রাত সাড়ে নয়টার দিকে নজরুল কাজী আমার স্বামীকে ঘর থেকে ডেকে নেয়। এরপর রাস্তায় নিয়ে নজরুল, তার ভাই জহির কাজী, জামাই ইয়াম ফকির ও ইয়ামের বাবা হাসেন ফকির মিলে আমার স্বামীকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।