লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা সিংগীমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪ টার সময় এ ঘটনা ঘটে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির দায়িত্বপূর্ন এলাকায় সীমান্ত পিলার ৮৯৫/৬ এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ঘাস কাটতে গেলে বিএসএফের গাছতলা ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে যায়।
আটক হওয়া বাংলাদেশী নাগরিকের নাম শ্রী রবি চন্দ্র রায় (৪৫)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর বাড়াইপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন চন্দ্র রায়ের ছেলে।
ঘটনার পরপরই ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আটক ব্যক্তিকে দ্রুত ফেরত চেয়ে বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় চাষাবাদ, ঘাস কাটা কিংবা দৈনন্দিন কাজের সময় প্রায়ই সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটে। এতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এসব বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানান। বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশী নাগরিককে অতি দ্রুত ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।