চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মতলব উত্তর থানার মোহাম্মদ রবিউল হক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাসিক কল্যাণ সভায় মতলব উত্তরের আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হকের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।
গত কয়েক মাসে জেলার সর্বোচ্চ আইনশৃখলা রক্ষায়, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অধিক মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি স্থাবরূপ রবিউল হক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
মোহাম্মদ রবিউল হক বলেন, ‘মতলব উত্তর থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ আমাক সহযোগিতা করেছে। জেলার অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত উপজেলা এটি।’
তিনি মতলব উত্তর থেকে মাদক নির্মূলসহ সব সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করেন।