বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব ১৩। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার আস্কারপুর ইউনিয়নের খানপুর সাকিন এলাকার মাহবুবর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘর তল্লাশী করে শোকেসের ড্রয়ারে কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। দুটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি ছিলো।
এসময় র্যাবের অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাহবুবর রহমান।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সারাদেশের মতো র্যাব ১৩ এর আওতাধীন এলাকায় নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে পলাতক মাহবুবর রহমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।