× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোঘল আমলের আদলে নির্মাণ করবো কেন্দ্রীয় ঈদগাহ: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮ পিএম

নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বছরের দুইটি ঈদের নামাজ নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগায়ে পড়ে নারায়ণগঞ্জবাসী। বিগত সময় ঈদগাহ মাঠের অবস্থা ছিলো জরাজীর্ণ তা সংস্কারের আকাঙ্খা ছিলো নারায়ণগঞ্জবাসীর। সেই আকাঙ্খা বাস্তবায়িত করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্দ্যােগে কেন্দ্রীয় ঈদগাহকে নতুন আঙিকে রুপ দিতে দুর্বার গতিতে এগিয়ে চলছে সংস্কার কাজ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর জামতলায় কেন্দ্রীয় ঈদগাহ৷ মাঠের কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, এটি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আমি যখন প্রথম ঈদের নামাজ পড়তে আসি সেটি ছিলো ঈদুল ফিতরের নামাজ। এর আগের দিন এই ঈদগাহ মাঠ পরিদর্শন আসি, এসে দেখি মাঠের সামনের যে বাউন্ডারি দেয়ালটা ছিলো তা হেলে পড়ে গিয়েছিলো, পাশের ওয়াল ছিলো না, ভেঙে পড়ে গিয়েছিলো।

এগুলো দেখে আমার মনে হয়েছিলো নারায়ণগঞ্জের মত একটা ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় একটি ঈদগাহ মাঠ এর শোচনীয় অবস্থা, আমরা এটাকে কিভাবে রক্ষা করতে পারি সেই লক্ষ্যে তখন থেকে আমার মধ্যে এটি কাজ করছিলো এবং এরপর এই ঈদগাহ মাঠটাকে সেই মোগল আমলের স্মৃতি আছে নারায়ণগঞ্জ শহরের।

মোগল আমল থেকে এটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত সেই লক্ষ্যে আমরা মোঘল আমলের আদলে আমরা বিভিন্ন আর্কিটেক্টেড দিয়ে কত সুন্দর ভাবে করা যায় আমরা তাদের ডিজাইন এনে  আমাদের যে কমিটি আছে সেই কমিটির সামনে উপস্থাপন করেছিলাম।

কমিটি যে স্ট্রাকচারটি পছন্দ করেছিলো সবার সর্ব সম্মতিক্রমে সেই স্ট্রাকচারটি নিয়েই আমরা কাজ করছি।   ঈদগাহ মাঠে ঢালাই, ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুতই এই কাজটি সম্পুর্ন করতে এবং এটি একটি ঐতিহাসিক সেই মোঘল আমলের সৌন্দর্য নিয়ে আগাতে চাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, জেলা নাজির কামরুল ইসলাম প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.