× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি)

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠির নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

দুদক, জেলা সমন্বিত কার্যালয় পিরোজপুর ও নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। 

নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সামছুল আলম বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, হয়বৎপুর তৌকাঠী দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মানবেন্দ্র মুখার্জি, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.খায়রুল বাশার, শিক্ষক একরামুল করিম মিঠু, স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির প্রমুখ।

প্রতিযোগীতায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকগণ সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিয়া আক্তার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.