× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর)

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড়ো ভাই খাজা আহাম্মদ(৫৫) নিহত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই এই ঘটনায় অভিযুক্ত নিহত খাজা আহাম্মদ এর বড়ো ভাই মো. নুর মোহাম্মদ খান (৫৮),ছোট ভাই শাহজালাল (৪০) এবং তার স্ত্রী আসমা বেগম (৩৩) কে আটক করেছে।

নিহত খাজা আহাম্মদ এর আরেক ভাই অলি উল্ল্যাহর স্ত্রী রোজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে তার বসত ঘরে তা ভাসুর শাহজালাল ঘরের পাশের গাছের ডাল কাটলে তা তার ঘরে পড়ে। এতে তার ঘরটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়। বিষয়টি তিনি তার আরেক ভাসুর খাজা আহাম্মদকে জানান। এই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে গুরতর আহত খাজা আহাম্মদকে রাতেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদ আহমেদ খাজা আহাম্মদ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ  আলম জানান, খুনের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়ধীন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.