× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে দুই নারী ছিনতাইকারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২২, ০৯:৪০ এএম

আটক দুই ছিনতাইকারী।

কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলার মাদাইখাল কালী মন্দিরে পূজায় আসা মহিলাদের গলার অলংকার ছিনতাইয়ের সময় দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশ দিয়েছে ভক্তরা।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে।
 
আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিমনগর এলাকার বাসিন্দা সামসুদ্দিনের স্ত্রী আছমা বেগম (৪৫) এবং  সুন্দর আলীর স্ত্রী রেশমা খাতুন (২২)। তারা শাঁখা-সিদুঁর পড়ে হিন্দু নারীর বেশে মন্দিরে প্রবেশ করেন। তারপর সুযোগ বুঝে নারী ভক্তদের গলা থেকে সোনার চেইন  ছিনতাইয়ের ঘটনা ঘটান।
 
পুজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, এ দিন মন্দিরে ভক্তের সমাগম ছিল অনেক বেশি। এ সুযোগ কাজে লাগিয়ে তারা ছিনতাই করছিল।
 
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে  একটি মামলা দায়ের করা  হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.