× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে দলিল লেখক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯ পিএম

বাংলাদেশ দলিল লেখক সমিতি, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সমিতির কার্যালয়ে এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৮ আগস্ট সীতাকুণ্ডে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন রফিক উদ্দিন আহমেদ। সহ-সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোস্তাফিজুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মো. তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার ইসলাম, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দীন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আসলাম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. শামছুজ্জামান, কার্যকরী সদস্য মো. আবুল মনছুর, কমর উদ্দীন ও মো. ইমাম হোসেন নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জহুরুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. সাজ্জাদ উল হাকিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার সদস্য সচিব মামুনুর রশীদ এবং ফতেয়াবাদ সাব-রেজিস্ট্রার এস এম আকরাম। নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি আলহাজ্ব মো. রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোস্তাফিজুল হাকিম চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রাণবন্ত পরিবেশে অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.