কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নাজমুল নামের এক যুবক নিখোঁজ হয়েছে। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নাজমুলের ভাই নাছির আলী জানান, শুক্রবার মধ্যরাতে নাজমুল আরো দুইজনের সাথে কালজানী নদীর পাড়ে বসে ছিল। এ সময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যায়। নাজমুল ও আরেকজন নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়া অন্যজন তীরে উঠতে পারলেও, নাজমুলের খোঁজ মেলেনি।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাজমুল এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।