× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে নারীসহ পুলিশ কনস্টেবল পদে ২৭ জন

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮ পিএম

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজারে এক নারী সহ ২৭ প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ২৭ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন। 

নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন নারী ও ২৬ জন পুরুষ। এছাড়াও কনস্টেবল পদে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে আরও ৫ জনকে। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত দুটি নিয়োগের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি।

কোন প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়া ৯৫০ জনের মধ্য থেকে কয়েকটি ধাপে এই ২৭ জনকে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করব নির্বাচিত প্রত্যেকেই জনমানুষের পুলিশ হিসেবে ভবিষ্যতে কাজ করবে।’ 

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ৩৩৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ সকাল থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.