কিশোরগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেমের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উদ্বোধনকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারশ রফ উদ্দীন আহমদ চৌধুরী বলেন, ডাকবাংলো বুকিং করতে মানুষের দুর্ভোগ পোহাতে হতো। এখন মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ডাকবাংলো কিংবা অডিটোরিয়াম বুকিং করতে পারবে। এতে মানুষের হতাশা কিছুটা হলেও কমে আসবে।