খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন দাউদ আলী (৩৮) নামের এক কাকড়া ব্যবসায়ী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে বিছানায় শুয়ে আছেন দাউদ। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা চার–পাঁচজন দুর্বৃত্ত রড, লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে গুরুতর জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রায় ৪৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি কয়রায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর থেকেই প্রতিপক্ষের হুমকির মুখে ছিলেন দাউদ। এর জেরেই এ হামলা হয়েছে বলে তাঁদের ধারণা।
দাউদের এক স্বজন বলেন, ‘আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলনের পর ভয় দেখাতেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
কয়রা থানার ওসি শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।