× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেরোবিতে ছাত্রসংসদ নির্বাচন প্রক্রিয়া প্রজ্ঞাপনের অপেক্ষায়: উপাচার্য

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের অপেক্ষায়। লিখিত আদেশ পেলেই গৃহীত হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে যোগদানের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিগত এক বছরের কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিপ্লব-পরবর্তী নানা সংকট কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন একটি শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। একবছরের অর্জনগুলো ভবিষ্যতের উন্নয়নের ভিত রচনা করেছে।

ড. শওকাত আলী তার আমলের গুরুত্বপূর্ণ সাফল্যগুলোর মধ্যে উল্লেখ করেন, যেমন- ২২টি বিভাগের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান,আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, গবেষণা খাতে অগ্রগতি, প্রশাসনিক সংস্কার, মেধাবৃত্তি প্রদান, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা, জুলাই আন্দোলনে ক্যাম্পাস বন্ধ থাকায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সেশন নিরসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজন এর উদ্যোগ গ্রহণ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার জন্য বিভিন্ন হল ও স্থাপনার নাম পরিবর্তন করাসহ না না কার্যকরী উদ্যোগ গ্রহণের মতো নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

উপাচার্য আরও জানান, নতুন নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও গবেষণাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বিশ্ব অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াতে সহায়ক হবে। উপাচার্য শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গড়তে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ড. মো. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামানিকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-অধ্যাপক এবং কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.