বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বৃহত্তর মুসলিম ব্লক বাজারে এক দাওয়াতী সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুসলিম ব্লক বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহাম্মদ, জেলা মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট রহমত উল্লাহ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাফর আহাম্মদ সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহাম্মেদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।