× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ঐতিহ্যবাহী বিষু উৎসব পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২২, ০০:১৯ এএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২২, ০০:২২ এএম

ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংবাদ সারাবেলা

মণিপুরীদের ঐতিহ্যবাহী বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো  এবারও মৌলভীবাজারের  কমলগঞ্জে  আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।

উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মণিপুরী থিয়েটারের স্টুডিও নটমণ্ডপে ও উন্মুক্ত প্রাঙ্গণে  শুক্রবার (১৫ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে বিষু উৎসব পালিত হয়। 

সকালে ঘোড়ামারা মণিপুরি থিয়েটারের নটমন্ডপ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নটমন্ডপে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মনিপুরী লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ, মনিপুরি থিয়েটারের সংগীতশিল্পী শর্মিলা সিনহা, অভিনেত্রী জ্যোতি সিনহা, থিয়েটার কর্মী সজল কান্তি সিনহা, স্বর্ণালী সিনহা, বিধান সিনহা, শুক্লা সিনহা, অরুণা সিনহা প্রমুখ। 

মণিপুরী থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, বাঙালির বর্ষবরণের দিন মণিপুরীদের বর্ষবিদায় হয় পঞ্জিকার তারতম্যের কারণে।  

১৯৯৭ সাল থেকে মণিপুরী থিয়েটারের আয়োজনে বিষু উৎসব পালিত হয়ে আসছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.