× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

মোহাম্মদ আবুল হাশেম ,লামা আলীকদম

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১ পিএম

সাধের লাউ নিয়ে স্বপ্ন দেখা হলো না বৃদ্ধ কৃষক বাদশাহর। চারাগাছ ছোট থেকে বড়ও হয়েছিল। কিন্তু গাছগুলো কারা যেন উপড়ে ফেলেছে। জমি বর্গা নিয়ে চাষ করা শতাধিক লাউ গাছে ফলন ধরেছে বেশ। কিন্তু দু একদিনের মধ্যে বাজারজাত করার আগেই উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো কোন এক সময় বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি গ্রামে এই ঘটনা ঘটে। অথচ বৃদ্ধ কৃষক আগের দিন সন্ধ্যা বেলায় লকলকে লাউ ডগা দেখেই ফিরেছিলেন ঘরে। কিন্তু সকালে এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধ কৃষক বাদশার ৩৩ শতক লাউ ক্ষেতের শতাধিক গাছের প্রতিটি ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি করার স্বপ্ন ছিল তার। কিন্তু শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন মাচার গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলেন রোদের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে গাছের গোড়া উপড়ে ফেলার দৃশ্য দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাদশা।

বৃদ্ধ কৃষক বাদশাহ বলেন, লাউ চাষে খরচ হয়েছে অনেক টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো দ্বিগুণ। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতাও নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারলো?

এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলোন, রুপসীপাড়ায় জমির লাউ গাছ উপড়ে ফেলার ব্যাপারটি আমি জানতাম না। এখন আপনার মাধ্যমে শুনলাম। উপ-সহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.