× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্যাগিং-মিথ্যাচারের রাজনীতি ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি: শিবির

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিএনপি উদ্দেশ্য করে বলেন-ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসু নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।

শনিবার সকালে সাড়ে ৯ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি‘) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ইসলামী ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ‘হেলমেট পরিহিত শিবিরকর্মী‘ আবরার ফাহাদ হত্যায় জড়িত-টিভি টকশোতে বিএনপি নেত্রীর (নিলুফার ইয়াসমিন) এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, আবরার হত্যায় হিন্দু ছাত্র জড়িত ছিল তারাও নাকি শিবির, যা ঢাহা মিথ্যে ও অপপ্রচার। রাজাকারের ট্যাগ দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা সহিংসতার, গুম-খুনের তান্ডব চালিয়েছিল। তারাও এখন ক্যাম্পাসে সেই পুরানো বন্দোবস্ত-হামলা, সহিংসতা, দখল-চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়। আমরা সৎ আদর্শের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। 

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি‘র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ, কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পবিপ্রবি‘র গ্রীণ ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ।

পবিপ্রবি গ্রীণ ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসু‘র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত জাকারিয়া, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. হারুনুর রশিদ রাফি, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-নাহিয়ান, নবীন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল নাহিয়ান মোস্তাফিজ, এনএসভিএম অনুষদের শিক্ষার্থী ফারিহা তাসনিম প্রমূখ।

কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.