পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের ব্যবস্থাপক সম্মেলন, ব্যবসায়িক কর্মপরিকল্পনা ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহমূলক পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রংপুর নগরীর ধাপে রায়ান’স হোটেলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত পরিচালক নুরে আলম তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মো: আলা উদ্দিন এবং সম্মানীয় অতিথি ছিলেন বোর্ড সচিব মুহাম্মদ আলী।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কর্মকর্তা কাজী ইমরুল কায়েসসহ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, রংপুর বিভাগের সকল শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠপর্যায়ের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন ।
ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে, দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিগণ। সেই সাথে ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সবাইকে আরো শক্তিশালী ভূমিকা পালনে ভুমিকা রাখার আহবান জানানো হয়।
সম্মেলনে রংপুর বিভাগের আওতাধীন শাখাসমূহের (২০২৪-২৫) অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন, ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ এবং বিগত অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।