× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নদী ভাঙ্গন রোধে ম্যারাথন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪ পিএম

ছোট ফেনী নদীর ভাঙ্গন রোধে ম্যারাথন ও মানববন্ধন করেছেন জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার স্থানীয় এলাকাবাসী। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন। “নদী ভাঙন রোধে হাঁটি একসাথে” শ্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব।

ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ভুক্তভোগী আবুল কাশেম, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক সমকালের দাগনভূঞা  প্রতিনিধি ইমাম হাসান কচি, দৈনিক সংগ্রামের দাগনভূঞা প্রতিনিধি এম, এ তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলার সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেল।

জাহাঙ্গীর হোসেন বলেন, মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙ্গে জলপথ, স্কুল-কলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন সংস্কার করা হলেও সমস্যা সমাধানের জন্য স্লুইসগেট নির্মান জরুরী। সরকারের উর্ধ্বতন মহলের কাছে দ্রুত স্লুইসগেট নির্মানে ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.