ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের সবকয়টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী করা হয় দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও আফ্রিকা জোন পরিচালক এবং রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলালকে।
আহমদ বিলাল ব্যক্তি হিসেবে রাজনগর ও মৌলভীবাজার সদর উভয় উপজেলাতেই রয়েছে ক্লিন ইমেজ আর জনপ্রিয়তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা মহলে রয়েছে বেশ পরিচিতি। দলের বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সাথে রয়েছে সখ্যতা। ভোটের মাঠেও রয়েছে তাঁর পূর্ব অভিজ্ঞতা। এসব বিষয়কে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে আটঘাট বেঁধে নির্বাচনী আগাম প্রস্তুতি শুরু করেছে খেলাফত মজলিস।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনফারেন্স হলে দলের বিভিন্ন ইউনিট দ্বায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মাওলানা আহমদ বিলাল বলেন, দেশে সরকার পরিবর্তন হলেও প্রকৃত সংস্কার হচ্ছে না। দেশ স্বাধীনের পর থেকে সরকারের পর সরকার আসছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। আজকে দেশে অন্যায়, জুলুম, সুদ -ঘোষ, প্রকাশ্যে মানুষ হত্যা,জায়গা দখল,বালুমহাল দখল, অর্থাৎ চারিদিকে দখল আর দখল। এ থেকে পরিত্রান পেতে হলে কুরআন ভিত্তিক আইনের শাসন ছাড়া সম্ভব নয়। তাই ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মানুষের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে দাওয়াত পৌঁছাতে। কারণ খেলাফত মজলিস চায় এদেশে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে।
খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আহমদ বিলাল।
এছাড়া বক্তব্য রাখেন খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা শামসুল ইসলাম তরফদার,মাওলানা আব্দুল মুকিত মামুন, খিজির মোহাম্মদ জুলফিকার, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন, মৌলভীবাজার শহর সভাপতি কাজী মাওলানা হারুনর রশীদ ও ছাত্র মজলিসের শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান।