কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়ে স্বীকৃতি পেয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক।
শনিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দক্ষতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হয়। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীন।
উল্লেখ্য, মহেশখালীতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখায় কক্সবাজার জেলার পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, মহেশখালীতে আসা এ কয়েক মাসে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছি । এ পুরুষ্কার পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেল । জনগণের পাশে সবসময় আছি, থাকব ইনশাল্লাহ।