বর্তমানে হাজারো তরুণ তরুণী অনলাইন ও সোস্যাল মিডিয়া কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। একই সাথে নিজে স্বাবলম্বী হয়েছেন আয় করছেন লাখ লাখ টাকা। নিজ ও পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে সঞ্চয় করছেন, বাড়িয়েছেন ব্যবসার পরিধিও। ক্ষুদ্র উদ্যোগকে কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। এমন একজন নারী উদ্যোক্তা সাইমা সোলতানা রুম্পা।
বর্তমানে নিজে সফল হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখেন উদ্যোক্তা তৈরীর, বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরীর। বলা যায় নারী উদ্যোক্তা সাইমা সোলতানার উদ্যোক্তা হয়ে উঠার গল্প অন্যান্যদের ছেয়ে ব্যতিক্রম। ২০২৪ সালের শুরুতে “চাটগাঁইয়া আপা” নামে শখের বশে অনলাইন প্লাটফর্ম ফেসবুক পেজ খুলেন তিনি। উক্ত পেজের মাধ্যমে ঘরে বসে কিভাবে আয় করা যায় এমন ধারণা দিতেন নতুনদের জন্য। তার ভিডিও দেখে ভাগ্য খুলেছেন শত শত নারীর। বর্তমান ডিজিটাল যুগে অনেক নারী শিক্ষার্থীর মধ্যেও ব্যবসা করার ইচ্ছে আছে, কিন্তু ব্যবসার কৌশল জানা নেই। স্বল্প পুঁজি দিয়ে ঘরে বসে কিভাবে ব্যবসা করা যায় এমন চিন্তাভাবনা থেকেই অনলাইন প্লাটফর্মে কাজ শুরু করেন তিনি।
চন্দনাইশ বরমা ইউনিয়নের কেশুয়া সৈয়দ বাজারে গ্রামের বাড়ি দীর্ঘ সময়ে চট্টগ্রাম শহরে বসবাস করছে
সাইমা নারী উদ্যোক্তা “সাইমা সোলতানা রুম্পা” এর সঙ্গে কথা হয় সংবাদ সারাবেলা প্রতিনিধির সাথে নিজের উদ্যোক্তা হওয়ার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ২০১০ সালে চট্টগ্রামের খাতুন গঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ আবু সালেহ লিছানের সঙ্গে বিয়ে তার। বর্তমানে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তিনি জানান ২০২৪ সালের শুরুতে সখের বসে “চাটগাঁইয়া আপা “নামে একটি ফেসবুক পেজ খুলি।
ঐ পেজ থেকে প্রথমে কিভাবে মধুভাত তৈরী করা যায় তার একটি ভিড়িও আপলোড করি “চাটগাঁইয়া আপা” পেজে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এরপর থেকে নিজের তৈরি মধু ভাতের ভিডিও নিয়মিত আপলোড করতে থাকি। একসময় তার পেজের ফলোয়ার দ্রুত বাড়তে থাকে। প্রথমে আত্বীয় স্বজনদের কাছে হাতের তৈরি মধুভাত বিক্রি করি। তারপর থেকে অনলাইনে ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন যায়গা থেকে মধুভাতের অর্ডার আসে। তখন আগ্রহ আরো বেশি বেড়ে যায়। শুরুতে মধুভাত বিক্রি করে মাসে আয় হত ১৫-২০ হাজার টাকা।
“মধুভাতের” গুণগত মান ভাল হওয়ায় পরবর্তীতে চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলার মানুষের চাহিদা বাড়ে। তারপর বিক্রি বেড়ে মাসিক আয় দাড়ায় ৪০-৫০ টাকায়। তিনি আরও জানান, তার স্বামী মোহাম্মদ আবু সালেহ লিছান একজন অত্যন্ত ভালো মনের মনের মানুষ। এ ক্ষত্রে তাকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
বর্তমানে তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার। এই পেজ থেকেও প্রতি মাসে আয় করছেন প্রায় ১৫-২০ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন( বোরকা হাউস, শো-রুম ক্লাব) ইত্যাদি প্রতিষ্টানে ব্রান্ড প্রমোটর হিসেবে কাজ করেন তিনি। সেখান থেকেও মাসে ১০-১৫ হাজার টাকা আয় করেন।
এভাবে গড়ে প্রতি মাসে প্রায় লাখ টাকা আয় করে সফল হয়েছেন তিনি। পাশাপাশি পথ দেখাচ্ছেন অন্য নারীদেরও। বর্তমানে চন্দনাইশ উপজেলায় বিভিন্ন সফল উদ্যোক্তাদের নিয়ে গঠিত সংগঠন “ চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের মহিলা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তিনি। “চাটগাঁইয়া আপা” পেজের ওনার কমিটির সকল সদস্যদের কন্ঠ ভোটে নির্বাচিত হন অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটিতে বর্তমানে ৩২ জন মহিলা উদ্যোক্তা রয়েছে। তারা বিভিন্ন হস্ত শিল্প তৈরী করে অনলাইনে সাড়া ফেলেছেন। এ ছাড়াও নারী উদ্যোক্তা তৈরীর পাশাপাশি দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক তক্ত্বাবধানে সম্প্রতি কারিগরি হস্ত শিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্ভোধন করা হয়।
সেখানে ছোট বড় সকল উদ্যােক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা, কেক, মধুভাত, তৈরী, সেলাই কাটিং, কেক মেকার, কম্পিউটার, বিউটি কেয়ার ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে উদ্যােক্তা তৈরীর কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে কি করতে চান, এমন প্রশ্নে তিনি জানান,নারীরা যাতে বেকার না থাকে, সে জন্য নারীদের নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে নারীরা যাতে সংসারের বোঝা না হয়। তিনি আরও জানান, নারীদের হাতে তৈরী পন্যের উপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য হিসাবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আগামীতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা নিয়ে কাজ করার আগ্রহ আছে বলেও জানান তিনি। এভাবে এগিয়ে যেতে চান সংসার সামলে উদ্যােক্তা হওয়া সাইমা সোলতানা রুম্পা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh