× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পলাতক থেকেও বেতন তুলছেন অধ্যক্ষ

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর)

২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার ভাংবাড়ি সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ গত ছয় মাস ধরে পলাতক থেকেও নিয়মিত বেতন তুলছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ আল আকাবা সমবায় সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সমবায় সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে আছেন। মামলার পর থেকে তিনি প্রকাশ্যে না থাকলেও মাদ্রাসার হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতির স্বাক্ষর দেখানো হচ্ছে। এর মাধ্যমে তিনি মাসিক বেতন ও ভাতা উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ উঠেছে, মাদ্রাসার উপাধ্যক্ষের সহযোগিতায় অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ পলাতক থেকেও কৌশলে হাজিরা খাতায় স্বাক্ষর দেখাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, আব্দুল ওয়াহেদ একসময় জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমীর পদেও দায়িত্ব পালন করেছেন। তবে পরবর্তীতে তার নানা নেতিবাচক কর্মকাণ্ড ও বিতর্কিত ভূমিকার কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, পলাতক অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.