ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বটতলা নামক এলাকায় নির্মানাধীন রাস্তাটির কোন কোন অংশে সংকুচিত করে পাকাকরন করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। নির্মানাধীন রাস্তায় সামান্য পরিমানে নিম্নমান উপাদান দিয়ে উচুনিচু অবস্থায় তড়িঘড়ি করে কাজ সম্পন্ন হচ্ছে বলেও অভিযোগ। গ্রাম্য জনপথের ওই রাস্তা পাকাকরনের কার্যাদেশে দশ ফুট প্রসস্ত (চওড়া) করার নির্দেশনা থাকলেও কোনো কোনো অংশে মাত্র সাড়ে সাত ফুট চওড়া করে রাস্তা নির্মান করা হচ্ছে। রবিবার গ্রামবাসী মিলে উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ পেশ করেছেন।
সরেজমিন ঘুরে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের দক্ষিন পাশে সবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে ৭০ লক্ষ টাকা ব্যায়ে ৮০০ মিটার রাস্তা পাকাকরন কাজটি দরপত্রমূলে পান ‘বন্যা কন্সট্রাকশন’ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী কাজটির কার্যাদেশে নির্মানাধীন রাস্তাটি ১০ ফুট চওড়া করার নির্দেশ থাকলেও রাস্তার কোনো কোনো অংশ চওড়া করা হয়েছে মাত্র সাড়ে সাত ফুট।
নির্মানাধীন রাস্তার নিচের অংশে ছয় ইঞ্চি গভীর বালু ও ছয় ইঞ্চি গভীর ইটের ক্ষোয়া দিয়ে লেয়ার তৈরী করার শর্ত থাকলেও মাত্র দুই/তিন ইঞ্চি গভীর ইটের ক্ষোয়া দেওয়া হয়েছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন। রাস্তার দু’পাশে মাটি ভরাট না করেই নামে মাত্র পাকাকরনের কাজ সারা হচ্ছে। এছাড়া উক্ত রাস্তাটির কার্পেটিংয়ের জন্য অন্য এলাকা থেকে বিটমিন তৈরী করে তা নছিমনে এনে নির্মানাধীন রাস্তায় কাজ চালানো হচ্ছে। পুরাতন রাস্তা থেকে উঠানো কার্পেটিং ডাষ্ট করে অন্য উপজেলা থেকে বিটুমিন তৈরী করা এনে সির্মানাধীন রাস্তায় কাজ চারানো হচ্ছে বলেও অভিযোগ।
উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার জানান, “অভিযোগ পেয়ে আমি নির্মানাধীন রাস্তাটি পরিদর্শন করেছি এবং কাজের গুনগত মান রক্ষার চেষ্টা করছি। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদার অন্য জায়গায় বিটুমিন তৈরী করে নছিমনে এনে নির্মানাধীন রাস্তায় কার্পেটিং কাজ করছেন। সেই বিটুমিন তৈরীর স্থানেও আমাদের অফিসের লোক লাগিয়ে রেখেছি”।
নির্মানাধীন রাস্তা ঘেষে এক বসতি লাভলু মোল্যা (৪৫) জানান, “আমার বাড়ীর সামনে নির্মানাধীন রাস্তাটির প্রায় একশো ফুট এলাকা মাত্র সাড়ে সাতফুট চওড়া করে রাস্তা নির্মান করা হচ্ছে। মানচিত্র (নকসা) অনুযায়ী রাস্তাটি না করে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রশাসন মিলে সোজা করতে গিয়ে আড়াই ফুট রাস্তার প্রস্ততা কমিয়ে দিয়েছেন এবং অত্যান্ত নিম্নমান সামগ্রী দিয়ে রাস্তা নির্মান হচ্ছে। এ অবস্থায় রাস্তার কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করলেও কেউ তার কথা শুনছেন না বলে জানান”।
উপ-প্রকৌশলী জাবের হোসাইন বলেন,“ নির্মামাধীন রাস্তার দুই পাশের জমির মালিকরা জায়গা না দিলে দশ ফুট চওড়া রাস্তা নির্মান করা সম্ভব নয়। তিনি আরও জানান, রাস্তা পাশের জমির মালিককে অনেক আনুরোধ করেছি রাস্তার জমি ছাড়ার জন্য কিন্ত সে জমি ছাড়ে নাই। তাই রাস্তা সংকুচিত হয়েছে”।
একই দিন জমির মালিক মৃত হাফিজ কারিকরের স্ত্রী হাজেরা খাতুন (৬০) জানায়, “রাস্তার পাশের জমি অনেক মাপামাপি হয়েছে। আমি আর জমি মাপঝোপ করবার দিমু না আর এক ইঞ্চি জায়গাও ছাড়বো না”। আর কাজের অনিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট ঠিকাদার বন্যা কন্সট্রাকশনের স্বত্তাধিকারী স্বজলকে জিজ্ঞেস করলে তিনি জানান, “কাজের অনিয়ম হচ্ছে কি-না তা প্রশাসন দেখছেন, আপনারা এসেও দেখে যান”।
স্থানীয গ্রামবাসীদের মধ্যে হাসান মোল্যা, আবুল শেখ, হালিম বেপারী, আ. লতিফ প্রামানিক ও রাজু কাজী সহ অনেকে জানায়, “শত বর্ষীয় পুরোনো আমাদের গ্রামের একমাত্র রাস্তাটি পাকাকরন কাজে এতো অনিয়ম ও দুর্নীতি হয়েছে যে নির্মানাধীন রাস্তাটি এক বছরও টিকবে না বলে আমাদের ধারনা।
ঠিকাদার তার প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে ছকড়া নকড়া ভাবে রাতদিন কাজ তড়িঘড়ি করে কাজ চালাচ্ছে। উক্ত রাস্তায় মাটি বালু ইটের ক্ষোয়া ও কার্পেটিং কোনো কিছুই মানসম্মত হয় নাই বলে গ্রামবাসী জানান। তারা নির্মানাধীন রাস্তার কাজ দ্রুত বন্ধ করে যাচাই বাছাই করে পূনরায় রাস্তা নির্মান কাজ করার দাবী জানিয়েছেন”।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh