× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‌্যাবের হাতে ৬ মানবপাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২২, ০১:২২ এএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২২, ০১:২৫ এএম

প্রতীকী ছবি।

কক্সবাজারে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় মানব পাচারে ব্যবহৃত ট্রলার ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটকরাকৃতরা হলেন- মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা শাহ জাহান (৩৭), মো. পারভেজ (২৩) মো. আব্দুল মাজেদ (২৭), আমির মো. ফয়সাল (২৪), মো. শাকের (৩০), মো. রফিক আলম (৩৫)। 

 শনিবার দুপুরে র‍্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শেখ মো. ইউসুফ বলেন, এ মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়েছে। পরে ট্রলারটি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, ২টি থ্রিকোয়ার্টার গান, ৪ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ১টি স্যাটেলাইট ফোন, ১টি কম্পাস, ১টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬টি মোবাইল, ১০টি সিমকার্ড, ১টি হাতঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবের কাছে স্বীকার করেছে যে, তারা মানবপাচারকারী চক্রের সিন্ডিকেট। তারা ৫২ জন ভিকটিমকে মায়ানমারে বিক্রি করে ফিরছিলেন। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.