কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বর্গপুরে পিতা পুত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন ইদবার নামে এক ব্যক্তি । মোঃ জাহাঙ্গীর ও খবির উদ্দিন মালিথা মিলে ইদবারকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে অভিযোগ করেছেন ইদবার ।
গত শনিবার রাত রাত ৯ টা ৪৫ এ স্বর্গপুরে তার উপরে এ হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইদবারের সাথে কথা হলে তিনি বলেন আমার ভাইয়ের দোকান থেকে বাকিতে সিগারেট নিতে চাই মো: জাহাঙ্গীর এর ছেলে মো: সোহান। তখন আমার ভাই ওমর আলী সিগারেট দিতে না চাইলে তাকে সোহান বকাঝকা ও মারধর করতে চাই। সে সময় আমি তাকে নিষেধ করি যে তোমরা বকাবকি মারামারি ঝগড়া করো না।
তখন সোহান সেখান থেকে আমার কথা মত চলে যায়। কিছু সময় পরে আমি আমার বাসায় যাচ্ছিলাম তখন রাস্তায় সোহানের বাবামোঃ জাহাঙ্গীর ও দাদা খবির উদ্দিন মালিথা মিলে ও তার দলবল নিয়ে আমার পথ অবরুদ্ধ করে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর যখম করে। আমার মাথায় দেশিও অস্ত্রদিয়ে আঘাদ করতে যায় আমি মাথা সরিয়ে নিলে হাতে লাগে। আমার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে গুরুতর জখম হয়েছে আমি চিকিৎসাধীন অবস্থায় রয়েছি ।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে আমি আইনি সহায়তার জন্য কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছি।
আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোশাররফ এর সাথে কথা হলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা পেয়েছি মামলা গ্রহণ করেছি । এ ঘটনায় আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যায় করে কেউ পার পাবে না অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।