সীতাকুণ্ডে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনটির আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর এমআইপিএস (গওচঝ) প্রকল্পের উদ্যোগে গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড পৌরসভার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা:কমল কদর, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা তহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য কাউন্সিলর শামসুল আলম আজাদ, পিএফজির সমন্বয়কারী মোহাম্মদ নাসির উদ্দিন অনিক, উপজেলা জাসদের আহবায়ক জসীম উদ্দীন মোবারক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ও ইউথ গ্রুপের সমন্বয়কারী রিফাতসহ প্রমুখ।