× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

তানোর(রাজশাহী)প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

ছবি: সংগৃহীত।

রাজশাহীর তানোরে শ্বশুর -শাশুড়ির বিরুদ্ধে স্ত্রীকে আটকে রাখার অভিযোগ করেছেন জামাই। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে এই ঘটনা ঘটেছে।এ ঘটনায় জামাই নাফিজ ইকবাল সিয়াম বাদি হয়ে শ্বশুর আজিজুল হক ও শাশুড়ী  আকলিমা বেগমকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, কামারগাঁ ইউপির মালশিরা গ্রামের আজিজুল হকের কন্যার সঙ্গে মহাদেবপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র নাফিজ ইকবাল সিয়ামের বিবাহ হয়। প্রায় ৫ বছর আগে ইসলামি শরীয়া মোতাবেক কোর্ট এ্যাফিডেভিট এর মাধ্যমে তারা বিবাহ করেন। বিবাহের পর থেকে তারা স্বামী-স্ত্রী শান্তিপূর্ণ ভাবে ঘর সংসার করছেন। তবে তার স্ত্রী লেখাপড়ার কারনে রাজশাহী শহরে অবস্থান করেন। এমতাবস্থায় গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে সিয়াম তার স্ত্রীকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়ীতে আশার উদ্দেশ্যে রওনা হয়। এদিন দুপুরে কামারগাঁ কলেজ মোড়ে পৌঁছানো মাত্র বিবাদীগণ সেখানে উপস্থিত হয়ে তাদের পারিবারিক বিভিন্ন সমস্যার কথা বলে কৌশলে সিয়ামের স্ত্রীকে মালশিরা গ্রামে তাদের বাড়িতে নিয়ে যায়। 

পরবর্তীতে সিয়াম তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সিয়াম তার স্ত্রীকে নেওয়ার জন্য মালশিরা গ্রামে তার শ্বশুর বাড়িতে যায়। এসময় স্বামী সিয়ামের সঙ্গে তার স্ত্রী যেতে চাই। সিয়ামের শ্বশুর ও শাশুড়ী সিয়ামের স্ত্রীকে তার সঙ্গে যেতে বাধা দেন। জোরপুর্বক তাকে ঘরে নিয়ে আটকে রাখে। এমনকি জামাই সিয়ামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন।

তারা বলেন, তাদের মেয়েকে তারা আর তার বাড়ীতে যেতে দিবে না। এরপর যদি তুই এই বাড়ীতে আসিস তাহলে তোকে প্রানে মেরে ফেলব। সিয়াম অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে আনতে ব্যর্থ হয়। 

এদিকে সিয়ামের শশুর-শাশুড়ী বিভিন্ন মোবাইল নম্বর হতে কল দিয়ে সিয়ামকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ গ্রাণ নাশের হুমকি দিচ্ছেন। 

এবিষয়ে জানতে নাফিজ ইকবাল সিয়ামের (০১৩২৭-২৫-৬১৫৪) মুঠোফোনে কল করা হলে মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.