ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আন্ত:উপজেলা ফুটবল বালক (অনূর্ধ্ব ১৫) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ছাগলনাইয়া উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সোনাগাজী উপজেলা দল। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী ফুটবল খেলায় জেলার ৬ টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। পরে ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলা দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ফাইনালে সোনাগাজী দল চ্যাম্পিয়ন হয়।
একইদিন বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন পুরস্কার বিতরণ করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা অব্যাহত রাখতে হবে। মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেনী জেলা কোচ দীপক চন্দ্র নাথ,ফুটবল কোচ জাহাঙ্গীর আলম,ক্রীড়া সংগঠক আফছারুল হাই উজ্জল,জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজ,শহীদুল ইসলামসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।