× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

মো. মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩ পিএম

ঢাকা-খাগড়াছড়ি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক রামগড় অংশে বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কাঁদামাটি সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খালখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাঁদা যুক্ত হয়ে চলাচল ও দুঃসাধ্য হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমনকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মো. মহিউদ্দিন হারুন বলেন, প্রতিনিয়ত সড়কটিতে গড়ছে ছোটবড় কোন দুর্ঘটনা। ভাঙা সড়কটির দুইদিকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এমন আতংকে থাকেন তাদের অভিবাবকরা। তাই দ্রুত সংস্কারের দাবীতে আমরা ছোট পরিসরে মানববন্ধন ও ধানের চারা রোপন করে সংস্কারের দাবী করছি। এতে যদি কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় না হয় আগামীতে আরো কঠিন কর্মসূচি দিবে রামগড়বাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.