× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লক্ষীপুর প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২ পিএম

লক্ষ্মীপুর জেলা সদর উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনন্দ শাহ পোলের গোড়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিট থেকে আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তল্লাশি করে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে-

২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিমকার্ড,৫৯,৩৪০ টাকা নগদ, ৪টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি মোবাইল চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেকবই, ৬টি মাউস নষ্ট, ৩৩১০ মডেলের ফোন,১টি রাউটার, ১টি ডিভিআর, ২টি ডেবিট কার্ড,বৈদেশিক মুদ্রায় ৫,৩৪২ টাকা। অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন রাহাত খান। তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল ফাইন্যান্স সার্ভিস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.