লক্ষ্মীপুর জেলা সদর উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনন্দ শাহ পোলের গোড়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিট থেকে আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তল্লাশি করে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে-
২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিমকার্ড,৫৯,৩৪০ টাকা নগদ, ৪টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি মোবাইল চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেকবই, ৬টি মাউস নষ্ট, ৩৩১০ মডেলের ফোন,১টি রাউটার, ১টি ডিভিআর, ২টি ডেবিট কার্ড,বৈদেশিক মুদ্রায় ৫,৩৪২ টাকা। অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন রাহাত খান। তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল ফাইন্যান্স সার্ভিস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।