× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ

নাটোর প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১ পিএম

রাজশাহী, চাপাঁইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস চালক, সুপারভাইজার ও হেলপারের বেতন বৃদ্ধির দাবিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাস শ্রমিকরা। এরফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ  যাত্রীরা। আজ সোমবার সকাল থেকে এই রুটগুলোর বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। বিগত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে,ছেলে মেয়েদের পড়াশুনা করাতে পারছে না। এই সমস্যাগুলো নিয়ে দফায় দফায় বাস মালিকদের সাথেও আলোচনায় বসে বেতন বৃদ্ধির বিষয়ে কোন সমাধান হয়নি। তাই  সকল চালক, সুপাইভাইজার ও হেলপার আজ ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা- চট্টগ্রাম- কক্সবাজার রুটে চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

যাত্রীরা জানান, হঠাৎ করে এভাবে বাস বন্ধ করে দেওয়ায় তারা চরম বিপদে পড়েছেন। সঠিক সময় কর্মস্থল বা প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে না পারলে তাদের ক্ষতি হয়ে যাবে। দ্রুত এর সমাধান করে যাত্রী হয়রানী থেকে মুক্তির দাবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.