ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বক্তব্য
রাখেন ।
প্রধান আলোচক ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বায়তুল মোকারম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী। সভায় আরও বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক দেবাশিষ দাস, ইসলামি আন্দোলন ঝালকাঠি শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, গুরুমহারাজ পাবলিক হরিসভার শ্রী শুকদেব গোস্বামী ব্রজবাসি। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্না সভাটি সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। এ সম্প্রীতি রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ভালোবাসা ও সহনশীলতার পথ দেখায়-এই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই নিজামী।