× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী সীমানা পূর্ণবহালের দাবিতে সরকারি স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগ

মো. রফিকুল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর)

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১ পিএম । আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনের সংসদীয় সীমানা পূর্ণবহালের দাবিতে সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। মামলায় প্রায় দুই শতাধিক আন্দোলনকারীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েক হাজার আন্দোলনকারীকে। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের এক কর্মচারী একটি এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ একটি করে মামলা করে। এর আগে দুটি মামলা করে ভাঙ্গা থানা পুলিশ। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দুই শতাধিক আসামিসহ অজ্ঞাতনামা আসামি কয়েক হাজার আন্দোলনকারী। মামলায় শুধু ভাঙ্গাবাসী নয়, গ্রেফতার আতঙ্কে রয়েছেন পার্শ্ববর্তী সদরপুর, চরভদ্রাসন, শিবচর, নগরকান্দা ও মোকসুদপুর উপজেলার আন্দোলনকারীরা।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আন্দোলনকারীরা ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কয়েক হাজার আন্দোলনকারী আমার বিভিন্ন দপ্তরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আমরা মামলা করেছি।

এদিকে রোববার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদদী ইউনিয়ন পরিষদের মেম্বারগন সহ এলাকা থেকে প্রায় শতাধিক লোকজনকে জেলা প্রশাসক ডেকে নিয়ে পরবর্তীতে আরও আন্দোলন না করার অনুরোধ করেন এবং সেই সঙ্গে তাদের ওই দুটি ইউনিয়ন মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস্ত করেন। 

সীমানা নির্ধারণে ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়। নির্বাচন কমিশনে এই সিদ্ধান্ত মানতে নারাজ আলগী ও হামিরদী ইউনিয়ন সহ ভাঙ্গা উপজেলার জনসাধারণ। 

নির্বাচনি আসন পূর্ণবিন্যাসের প্রতিবাদে  আন্দোলনে নামেন ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ। আন্দোলন চলাকালে ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা ও ভাঙ্গা উপজেলা কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করে মামলা করা হয়। আসামি করা হয় ভাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও।

ইতিমধ্যে এ মামলায় আন্দোলনের প্রধান সমন্বয়ক সিদ্দিক মিয়াকে নগরকান্দা থেকে ও আরেকজন সমন্বয়ক পলাশ মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.