× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় অবৈধ দোকান উচ্ছেদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০ পিএম

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মহাসড়কের পাশের বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়া হয়। এতে সড়কের জায়গা দখলমুক্ত হয়ে যানবাহন চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করছে প্রশাসন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে অবৈধ দোকান থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আজকের উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সওজের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ভালুকা থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

স্থানীয়দের অনেকে মনে করেন, এ উচ্ছেদ অভিযানের ফলে যানজট কিছুটা হলেও কমবে। তবে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.