ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মহাসড়কের পাশের বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়া হয়। এতে সড়কের জায়গা দখলমুক্ত হয়ে যানবাহন চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করছে প্রশাসন।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে অবৈধ দোকান থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আজকের উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সওজের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ভালুকা থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।
স্থানীয়দের অনেকে মনে করেন, এ উচ্ছেদ অভিযানের ফলে যানজট কিছুটা হলেও কমবে। তবে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা।