× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন মেডাম  শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং নিয়মবহির্ভূত ছুটি ভোগের অভিযোগ উঠেছে। এ ছাড়াও ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দা আমির হোসেন আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কিছু শিক্ষক নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন। অযথা ছুটি কাটানো, সময়মতো ক্লাস না নেয়া সঠিক টাইমে বিদ্যালয়ে যোগদান না করা   এবং বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে অকার্যকর করে তোলার মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিও নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। স্থানীয় জনগণের অংশগ্রহণ বা মতামত ছাড়াই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

“বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে। আমরা অভিভাবকরা খুবই চিন্তিত। আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।বিদ্যালয়ের এমন অভিযোগ নিয়ে স্থানীয় প্রশাসন কি  পদক্ষেপ নেয়, সেদিকে এখন তাকিয়ে আছে এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.