ফেনী জেলার ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট ইউনিয়নের শেখ নুর উল্ল্যা চৌধুরী নূরিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের নিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ফেনীর হাজী ইসহাক সুফি ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্ক্যাবিস সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তাওহীদুল ইসলাম,ফাউন্ডেশনের নিয়মিত চিকিৎসক মিজানুর রহমান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীবের সার্বিক তত্ত্বাবধানে এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোমিনুল ইসলাম,মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুন্নবী চৌধুরী রাজীব,যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান মজুমদার,কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন চৌধুরী, সদস্য কাজী মোতাহার হোসেন,মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. এমরান হোসাইন, সামাজিক সংগঠক নজরুল ইসলাম সোহাগ,মনজুর মোরশেদ রায়হান,মো. ফারুক, সামছুদ্দোহা রাহিম, ফাউন্ডেশনের সদস্য নাহিদুল ইসলাম ইমন, সোহাগ মজুমদার, ইমাম হোসেন ইস্পাহানিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।