বান্দরবানের রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা।
সভায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।
রুমা সদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা খাতে মানোন্নয়ন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্বাস্থ্যসেবায় সহজপ্রাপ্তির বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় ২নং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উক্যথোয়াই চাক (সচিব), মেম্বার, মহিলা মেম্বার, এবং ইউনিয়ন পরিষদের কর্মরত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।