× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যস্ত সড়কে ‘মৃত্যুফাঁদ’ ম্যানহোল

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪ পিএম । আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের অত্যন্ত ব্যস্ততম সড়ক। এ সড়কের পরিচিত একটি মার্কেট হলো নিউমার্কেট। মার্কেটের সামনের জনবহুল রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের মাঝখানে ম্যানহোলে ঢাকনা নেই প্রায় ৪/৫ মাস ধরে। এ কারণে প্রায়ই পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ম্যানহোল মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

গত কয়েকদিন থেকে এই স্থানটি পর্যবেক্ষণ করছেন জুড়ীরসময়ের রিপোর্টার। রাতে গিয়ে দেখা যায়, সড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ম্যানহোলে ঢাকনা ভেঙে গিয়ে নিচে পড়ে আছে। পথচারী কেউ সতর্কতামূলক একটি লাঠি দিয়ে রেখেছেন এই স্থানে। ঢাকনা নিচে পড়ে যাওয়ায় বড় গর্ত তৈরি হয়েছে। এর পাশেই হচ্ছে গোয়ালবাড়ী, নওয়াবাজার, বড় ধামাই ও পাতিলাসাঙ্গনের সিএনজি স্ট্যান্ড। এই স্ট্যান্ডের চালক তারেকুল ইসলাম জানান, সড়কটির একদম মধ্যখানে গর্তটি হয়েছে।

নতুন কোনো চালক আসলে এই জায়গায় আসলেই সমস্যা হয়। একদিন তার সামনে দুজন মোটরসাইকেল চালক হার্ড ব্রেক করে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন। স্থানীয় জনসাধারণ এবং গাড়ির চালকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৪-৫ মাস ধরে এমন অবস্থা বিরাজ করছে। তারা বলছেন, এই গর্তের কারণে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। বিশেষ করে রাতের বেলায় অনেকেই গর্তটি বুঝতে না পেরে পড়ে যাচ্ছেন। এটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

অটোরিকশা চালক আছকর মিয়া বলেন, দিনে তো কিছুটা দেখা যায়, কিন্তু রাতে নতুন চালকরা কিছুই বোঝে না। হঠাৎ গর্তের সামনে এসে পড়লেই দুর্ঘটনা হয়। অনেক সময় যাত্রীরাও আতঙ্কিত হয়ে যান। জুড়ী বাজারের তরুণ ব্যবসায়ী খালেদ মাসুদ  বলেন, নিউমার্কেটের সামনে রাস্তায় গর্ত থাকায় অনেক সময় যানজট লেগেই থাকে। এতে দ্রুত খাবার পৌঁছে দিতে তাদের বেগ পেতে হয়। তিনি দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি জানান।

সড়ক ও জনপথের কুলাউড়ার উপ-সহকারী প্রকৌশলী নুরুন্নবী বলেন, এই ঢাকনাটি ৩বার লাগানো হয়েছে। বারবার এটি পড়ে যায়। কি কারণে সেটি পড়ে যাচ্ছে তা খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, নতুন করে আবার এখানে ঢাকনা লাগানো হবে। ঢাকনা প্রস্তুত করা হয়েছে। আরও ৩দিন পর এটি লাগানো হবে। আশা করা যাচ্ছে, বিষয়টি সমাধান হয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.